টাকা নিয়ে বিরোধের জের ধরে কমলগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ ॥ আহত-১
কমলগঞ্জ প্রতিনিধি॥ দোকান বাকির টাকা নিয়ে বিরোধের জের ধরে কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারে ব্যবসায়ীর উপর হামলা ও পাল্টা হামলার অভিযোগ পাওয়া গেছে।
১৬ মে মঙ্গলবার সকাল ৮ টায় প্রতিপক্ষের হামলায় বেলাল আহমদ (৩৩) নামে এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রতিপক্ষের লোকজন দাবি করেন দোকান বাকির ৫শত টাকা দিতে না পারায় ১৩ মে শনিবার সন্ধ্যায় বেলাল আহমদ বাজারের ওয়ার্ক্সপ মালিক তাজুল আহমদকে পিটিয়ে আহত করেছেন এবং মঙ্গলবার বেলাল আহমদ তাদের ডেকে নিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
সরেজমিন শহীদনগর বাজার ঘুরে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, দোকান বাকির টাকা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে ফাতেমা কনফেকশনারীর সামনে পাঁচ, সাতজনের সংঘবদ্ধ দল মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী বেলাল আহমদের উপর হামলা চালায়। এ সময়ে হামলায় ব্যবসায়ী বেলাল আহমদ আহত হন। প্রত্যক্ষদর্শী আশিক মিয়া ও দুলাল আহমদ বলেন, মাইজগাঁও গ্রামের জসিম মিয়া (৩৭), ইলিয়াছ মিয়া (৩৪), নাজিম উদ্দীন (৩৫), মসুদ মিয়া (২৩), মিজান মিয়া (২৬)সহ পাঁচ, সাতজনের সংঘবদ্ধ দল লোহার রড ও কাঠের রুল দিয়ে আকষ্মিকভাবে মোটর সাইকেলের উপর বেলাল আহমদকে সন্ত্রাসী কায়দায় পিটিয়ে আহত করে। এ সময় হামলাকারীরা বেলাল আহমদের কাছে রক্ষিত কয়েকটি দোকানের মালামাল আনার জন্য চার লাখ আশি হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে আহত ব্যবসায়ীকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই আয়াছ মাহমুদ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের নাজিম উদ্দীন বলেন, সনের সময়ে ফাতেমা কনফেকশনারীর বকেয়া ৫শত টাকা দিতে না পারায় গত শনিবার সন্ধ্যায় জয়নাল, বেলাল ও দুলাল আমার ছোট ভাই ওয়ার্ক্সপ ব্যবসায়ী তাজুল আহমদকে ডেকে নিয়ে কাঠের রোল ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখে দিবেন বলে মামলা করা হয়নি। ওই ঘটনা বিষয়ে গতকাল মঙ্গলবার সকালে বেলাল আহমদ রাস্তায় পেয়ে আমার ভাইকে ডেকে নিয়ে বলে দোকান বাকির টাকা না দিয়ে মামলা করেছিস বলে গালিগালাজ করে। এসময়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
কমলগঞ্জ থানার ওসি বদরুল হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ থানায় কোন এজাহার দেয়নি। এজাহার পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন