টিলা কাটার দায়ে জুড়ীতে একলক্ষ টাকা জরিমানা

May 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ীতে অবৈধভাবে টিলা কাটার দায়ে একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২৩ মে রোববার সকালে উপজলোর গোয়ালবাড়ী খান টিলা নামক গ্রামে টিলা কর্তনরে অপরাধে মোঃ এমাদ খান নামে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘনরে দায়ে এক লক্ষ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণকিভাবে আদায় করা হয়।
গোপনসুত্রে খবর পেয়ে জুড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় তাকে সহযোগিতা করেন জুড়ী থানা পুলিশের এস আই সুহানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান বলেন,টিলা কাটার খবর পেলে যেকোনো সময় অভিযান পরিচালনা করা হবে। যাতে কেউ বেআইনিভাবে টিলা না কাটে এ জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com