ডাকুর নাম: গ্রামীণফোন

May 18, 2016,

আবদুল হামিদ মাহবুব
বাংলাদেশের মা বোনেরা খালা চাচী ভাই
চাচা মামা খালু ফুপা বন্ধুবান্ধব সবাই
দেশটাতে আছেন যতো দেশপ্রেমিক জন
সবার কাছে এক ঘটনা করি যে বর্ণণ।
ডিজিটালের এইদেশেতে ইন্টারনেটের তরে
গ্রামীণফোন থ্রিজি মডেম চালাই টাকা ভরে
এক হাজার এক শত ছত্রিশ টাকা দিয়ে
এমবি কিনে নেটটা চালাই ফ্লেক্সিপ্ল্যান নিয়ে।
মেয়াদ শেষের আগে আমার এমবি থেকে গেলে
প্ল্যান করে সময় বাড়াই আমি হেসে খেলে
গ্রামীণফোনের ডাকাতগুলো বুঝতে পেরে ঠিক
মডেম থেকে কাটলো টাকা একটা দিয়ে ক্লিক!
বিষয় কী তা জানতে হবে; করি তাদের ফোন
কোন সে নারী ফোনটা ধরে আস্তে কথা কন;
আমার কথা শুনে বলেন; ‘সরি, ভেরী সরি
আবার মডেম চালু করেন নতুন টাকা ভরি’!
আমি বলি আগের টাকার, জবাব আমায় বলেন
ওই সে নারী নরম স্বরে কথা বলেই চলেন
হঠাৎ করে কেটে দিলেন ওই যে তিনি লাইন
গ্রাহক সাথে এমন করার আছে কোনো আইন?
বুঝতে পারি ডাকাত দলে একজনতো তিনি
আবার কল দিয়ে পেলাম পুরুষ মানুষ যিনি
তাকে আবার প্রথম থেকে বলে গেলাম সব
‘সরি সরি’ শোনান তিনি, সরির কলরব!
টাকার কথা বলি আমি স্বরটা করে করুণ
‘তিনিও বলেন ‘সরি সরি’ আবার টাকা ভরুন
পুরুষ উনি ডাকুর দলে আচ্ছা করে আছেন
‘গ্রামীণফোন’ ডাকুর টাকায় খেয়ে-পড়ে বাঁচেন!
বুঝতে পারি সবই আমি তাই বলি না আর
ডাকু পোষে রাখছে দেশ, দোষটা দেবো কার?
দেশের যতো স্বজন সুজন সবার কাছে বলি
আসুন ছাড়ি গ্রামীণফোন, অন্য পথে চলি।
অন্যপথ(?) তার মানে তো অন্য কারো লাইন
ডাকাত নয় সেবক তারা সার্ভিস হবে ফাইন।
আমার দেশে সেবক হয়ে আছেন কোনোজন?
থাকলে জানা; দয়া করে সবাইকে তা কন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com