ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে দেশকে খাদ্যে সয়ং সম্পুন্ন করতে হবে

জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই শুক্রবার ২ টায় উপজেলা পরিষদের একটি কক্ষে কৃষকলীগের যুগ্ম আহবায়ক আতিকের পরিচালনায় ও কৃষকলীগের আহবায়ক বিধান দাস বাদলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের আহবায়ক জমশেদ মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ কে এগিয়ে নিতে হলে দেশের গরীব কৃষকদের কে পতিত সরকারি কৃষি ভূমি, ভূমিহীন কৃষদের মাঝে লিজ দিয়ে ধান রোপনের উপড় জোর দিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কৃষকদের সার, বীজ ও কৃষি পরামর্শ সহ গণ গণ প্রশিক্ষন প্রদান করতে হবে। তবেই দেশ খাদ্যে সয়ংসম্পুন্ন হবে। তিনি কৃষকলীগের সংশ্লিষ্ট সবাইকে যথাযথ উদ্যোগ গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, দেশে সন্তাস ও জঙ্গীবাদ বিষয়ে প্রতিরোধ গড়ে তুলে দেশকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত ও ২০৪১ সালের মধ্যে বিশ্বের ধনী দেশের তালিকায় নেওয়ার লক্ষ্য সবাই মিলে এক সাথে কাজ করতে হবে। উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক শাহিন আহমদ চৌধুরী, সদস্য ইকবাল হোসেন স্বপন, উপজেলা কৃষকলীগের সদস্য ডাঃ ইসমাইল হোসেন, ধনঞ্জয় বিশ্বাস, বেছন দে, রনঞ্জিত দাস, আমজাদ মিয়া প্রমুখ।
মন্তব্য করুন