ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে গনশুনানি অনুষ্ঠিত
November 24, 2021,

পলি রানী দেবনাথ॥ ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে সার্কিট হাউসের মুন হলে গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বুধবার ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম এর সভাপতি মোঃ নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিতোষ দেব, সেক্রেটারী, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য, সংস্কৃতিকর্মীসহ প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন