ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে ১০০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

August 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
৬ আগস্ট শুত্রুবার এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যদের উপস্থিত ছিলেন ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ডা. মোস্তাক আহমেদ, সিভিল সার্জন ড: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএমএ’র সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, মৌলভীবাজার জেলার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি করোনাকালীন সময় সহ বিভিন্ন সময়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল গুলোর জন্য বিভিন্ন সহযোগিতা করে আসছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com