ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে ১০০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
August 6, 2021,

স্টাফ রিপোর্টার॥ ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির উদ্যোগে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও অন্যান্য উপজেলা হাসপাতালের জন্য ১০০টি অক্সিজেন সিলিন্ডার এবং অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
৬ আগস্ট শুত্রুবার এ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যদের উপস্থিত ছিলেন ঢাকাস্থ মৌলভীবাজার সমিতির সভাপতি ডা. মোস্তাক আহমেদ, সিভিল সার্জন ড: চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, বিএমএ’র সাবেক সভাপতি ডা. এম এ আহাদ, মৌলভীবাজার জেলার সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঢাকাস্থ মৌলভীবাজার সমিতি করোনাকালীন সময় সহ বিভিন্ন সময়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতাল গুলোর জন্য বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
মন্তব্য করুন