ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নির্বাচন-২০২৫ সম্পন্ন, রায়হান ফারহি সভাপতি-সম্পাদক মোফাজ্জল

January 22, 2025,

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী আঞ্চলিক ছাত্রসংগঠন জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৫ সালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

২০ জানুয়ারি টিএসসির শহিদ মুনীর চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সিলেট বিভাগের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসাবে মৌলভীবাজারের আহমাদ রায়হান ফারহি ও সাধারণ সম্পাদক হিসাবে হবিগঞ্জের মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন। এছাড়া  প্রতিদ্বন্দ্বী না থাকায় সমঝোতার ভিত্তিতে মো: শাহিনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং রুবেল আহমেদ রাহীকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন মো. জাকি হাসান ইফতি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন ঢাবির মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক মোঃ হারুন মিয়া। তাদের সহযোগিতা করেন মো. মনসুর রাফি, মো. রেজোয়ান আহমদ, শামছুল আরেফিন সাহান, শায়লা আক্তার লুবনা, মারিয়া আক্তার।

 বিকাল ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সভাপতি পদে ফারহি ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হন। অপরদিকে সাধারণ সম্পাদক মোফাজ্জল পান ১০২ ভোট। উভয়েই একই প্যানেল থেকে নির্বাচিত হন।

এদিকে সভাপতি হিসাবে ফারহি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। রায়হান ফারহির গ্রামের বাড়ি মৌলভীবাজার সদরের শমসেরগঞ্জ দৌলতপুরে। তিনি মৌলভীবাজার লতিফিয়া ক্বারী সোসাইটির সভাপতি ও মাড়কোনা দাখিল মাদরাসার সুপার মুফতি মাওলানা রুহুল আমিনের বড় পুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনবিভাগে অনার্স সম্পন্ন করে এখন মাস্টার্সে অধ্যয়ন করছেন।

উক্ত নির্বাচনে নির্বাচন রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসনে নির্বাচিত কমিটি কার্যকরী ভূমিকা রাখবে বলে অংশীজনরা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com