ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপক হিসেবে সদরুল ইসলাম সুয়েব-এর যোগদান
January 4, 2017,

স্টাফ রিপোর্টার॥ ঢাকা ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন মুহাম্মদ সদরুল ইসলাম সুয়েব।
৩ জানুয়ারি মঙ্গলবার উক্ত শাখায় যোগদান করেছেন। সদরুল ইসলাম ৫৯ ফরেস্ট অফিস রোডস্থ সাবেক ম্যাজিস্ট্রেট এবং আরডিসি মরহুম আবদুর রশীদ সাহেবের সন্তান। তিনি অগ্রণী ব্যাংক লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ শামস্-উল ইসলাম শামীম এবং কবি ও ছড়াকার শফিউল ইসলাম শফি-এর ছোট ভাই। এছাড়াও তিনি সাবেক পৌরসভা চেয়ারম্যান সাজ্জাদুর রহমান পুতুল মিয়ার ভাগিনা।
সদরুল ইসলাম তার দায়িত্ব পালনকালে সম্মানিত এলাকাবাসী তথা মৌলভীবাজারবাসীর নিকট সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।
মন্তব্য করুন