(ভিডিওসহ) তরুণী ধর্ষনের ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

September 3, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সোনাপুরের একটি বাসায় তরুণী ধর্ষণের অভিযোগে থানায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি প্রগতিশীল সংগঠন।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।
উদীচীর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক মহিদুর রহমান ও ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহমেদ।
এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি জানান।
উল্লেখ্য,৩ আগস্ট রাতে শহরের মাহমুদ এইচ খান নামে এক সংবাদকর্মীর বাসায় ডিনারপার্টিতে বান্ধবীকে ধর্ষনের অভিযোগে সজিব নামে সাবেক ছাত্র ফ্রন্ট নেতার বিরুদ্ধে মামলা করেন তার বান্ধবী। মামলায় ধর্ষনের সহায়তাকারী হিসেবে আরো দুজনকে আসামি করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com