তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা টিম গঠন

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ (সন্দেহ ভাজন) রোগে মৃত ব্যক্তির দাফন ও দাহ কাজে নিয়োজিত সেচ্ছাসেবক টিম তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ১৫ সদস্যের টিমের তালিকা ২৮ জুন রোববার শ্রীমঙ্গল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্তের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামকে তাকরীম ফাউন্ডেশন এর শ্রীমঙ্গল উপজেলার সদস্যগণ।
পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক এর কাছে ও তাকরীম ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা টিমের সদস্যগণ টিমের তালিকা হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন তাকরীম ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার টিম প্রধান সাইফুল ইসলাম সরকার, জেলা টিমের সিনিয়র সদস্য মনির মিয়া, মোঃ জসিম উদ্দীন। বিগত শ্রীমঙ্গল উপজেলা টিমের ১৫ সদস্যগণের নামের তালিকা, টিম প্রধান নুর আলম নুরু, সহকারী টিম প্রধান অমল সূত্রধর, টিম সমন্বয়কারী আব্দুল ওয়াহিদ, সহকারী টিম সমন্বয়কারী, কে.এস.এম আরিফুল ইসলাম, লুৎফুর রহমান পাভেল, সদস্য, সুরঞ্জনা সিনহা, সদস্য, মাওলানা আজিজুর রহমান, সদস্য, রণজিৎ সিংহ, সদস্য, সামসুল হক, সদস্য, তানিয়া আকতার, সদস্য, আবুল কাসেম আজাদ, সদস্য, মোঃ মামুন মিয়া, সদস্য, মোঃ নাসির আহমদ, সদস্য, মোঃ এনামুল হক ছোটন, সদস্য, মোঃ নাজিমুল হক শাকিল, সদস্য।
মন্তব্য করুন