তারাপাশা লাগাটা নদীতে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

July 19, 2020,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কামারচাকের ইসলামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া লাগাটা নদীতে এক শিশু (মেয়ের) মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।

১৯ জুলাই রবিবার বেলা ১২ ঘটিকায় কামারচাকের ইসলামপুর গ্রামে লাঘাটা নদীতে ফাহমিদা আক্তার (১১) নদীতে ডুবে মৃত্যু হয়।

জানা যায়,মৌলভীবাজারের বর্শীজুড়া গ্রামে তার বাড়ি,মামার বাড়ি কামারচাকের ইসলামপুর গ্রামে।মো কুতুব উদ্দিনের (ভাগনী) বেড়াতে এসেছিলেন। এসময় নদীতে তিনি ডুবে যান।

বর্তমান ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন। লাশের কোনো খোঁজ পাওয়া যায়নি।

তবে কিভাবে নদীতে ডুবেছেন তা এখনও জানা যায়নি।পরবর্তী সংবাদে বিস্তারিত আসবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com