তারেক রহমানে উপর গ্রেফতারী পরওয়ানার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

November 5, 2022,

স্টাফ রিপোর্টার॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও উনার সহধর্মিনী ডাঃ জুবায়েদা রহমানের উপর গ্রেফতারীর প্রতিবাদে এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে, সরকার কর্তৃক তেল-গ্যাস, চাল-ডাল সহ নিত্যপ্রযয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিদুতের অসহনীয় লোডশেডিং, পুলিশ ও আওয়াামী সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা-মামলার প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল এর  উদ্বোগে ৫ নভেম্বর শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি কাশিনাথ রোড থেকে শুরু হয়ে চৌমহনা, সাইফুর রহমান সড়কে গিয়ে শেষ হয়।

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, পৌরসভার সাবেক কাউন্সিলর, বারবার কারা-নির্যাতিত নেতা স্বাগত কিশোর দাস চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলে যুগ্ন সম্পাদক সাজ্জাদ আহমেদ শাহানের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ,সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশিদ।

উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলে নেতা সেলিম মোঃ সালাউদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি গাজী জাবেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আব্দুল মুমিন, সাবেক ছাত্রনেতা এম এ,নিশাদ,

আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন, সাদিক আহমেদ, পৌর সদস্য সচিব সোহেল আহমেদ, কমলগঞ্জ সদস্য সচিব রিয়াজুর রহমান রিজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com