তিন ছাত্রদল নেতাকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্র দলের তিন নেতাকে কারাগারে প্রেরণ করেছেন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আদালত।
বুধবার ১১ মে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রদল সহ-সভাপতি মাহবুবুর রহমান জামাল, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ এবং রাজনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বাবলা এর জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান জানান, মামলায় এজাহারে নাম না থাকলে ষড়যন্ত্রমূলক ভাবে মাহবুব জামাল, জনি আহমেদ ও মিজানুর রহমানকে চার্জশিট এ নাম আন্তরভুক্ত করা হয়। অন্যায় ও পরিকল্পিত ভাবে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জেলা বিএনপি’র সভাপতি এম.নাসের রহমান ও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন