তুচ্ছ ঘটনার জেরে শ্রীমঙ্গলে চা শ্রমিক নেতার স্ত্রীকে হত্যা

August 5, 2021,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে মদ্যপ চা শ্রমিকের প্রহারে প্রাণ গেলো চা শ্রমিক নেতার স্ত্রীর। এ সময় আহত হয়েছেন ওই চা শ্রমিক নেতার ছেলে ও পুত্র বধূ। এ ঘটনায় আটক হয়েছেন ৪ জন।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত হুমায়ুন কবির জানান, বুধবার বিকেল ৫ টার দিকে বাসার সামনে গরুর গোবর রাখার জন্য শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশরা ভ্যালীর সভাপতি প্রাক্তন ইউ পি সদস্য বিজয় হাজরা ও তার স্ত্রীকে প্রতিবেশি প্রয়াত মুক্তিযোদ্ধা হীরা লাল হাজরার ছেলে লাল বাহাদুর মদ্যপ অবস্থায় গালি গালাজ করছিলো।
এ সময় বিজয় হাজরার ছেলে সাধন হাজরা কেন গালিগালাজ করছে জানতে চাইলে লাল বাহাদুর হাজরা লাটি দিয়ে তাকে প্রহার শুরু করে। তাকে রক্ষার জন্য বিজয় হাজরার স্ত্রী ও পুত্রবধূ ও এগিয়ে যান। এ সময় লাল বাহাদুর ও তার পরিবারের অনান্য সদস্যরা সকলের উপর চড়াও হয়ে সবার উপরেই লাটি দিয়ে আঘাত করতে থাকে। তাদের আঘাতে বিজয় হাজরার স্ত্রী রুপবতী হাজরা, ছেলে সাধন হাজরা ও পুত্রবধূ সাথী হাজরা রক্তাক্ত জকম হন। বাগান বাসী তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল, পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। এদের মধ্যে রুপবতীর অবস্থার অবনতি হলে রাতেই তাকে সিলেট এম এ জী ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। রাতেই সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান রুপবতী অরফে মেনা হাজরা (৫০)।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, এ ব্যাপারে রাতেই বিজয় হাজরা বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় মামলার আসামীর ৩ জনকে বুধবার রাতে ও ৫ আগষ্ট বৃহস্পতিবার সকালে মুল আসামী লাল বাহাদুর কে আটক করেছেন।আটক কৃতরা হলো লাল বাহাদুর হাজরা, বিকাশ হাজরা, রিপন হাজরা ও ধনেশ^রী হাজরা। বৃহস্পতিবার দুপুরে তাদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com