তোমরাও একদিন অস্ট্রেলিয়া যাবে-শ্রীমঙ্গলে স্কুল পরিদর্শনে অস্ট্রেলিয়া হাইকমিশনার জেরেমি ব্রুআর

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর শ্রীমঙ্গল উত্তর উত্তরসূর ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের জানান, ‘তোমাদের পড়া-লেখা, নাচ-গান চমৎকার। তোমাদের প্রকৃতিগত পরিবেশ অনেক সুন্দর, তোমাদের এই জায়গায় খুব বৃষ্টি হয়, অস্ট্রেলিয়াতে এতো বৃষ্টি হয় না। স্কুলে একটি গাছ রোপন করেছি, তোমাদের সাথেই বড় হবে, আমি আবার আসবো তোমাদের দেখতে, পড়া লেখা করে বড় হয়ে তোমরাও একদিন অস্ট্রেলিয়া যাবে।’ এবং হাইকমিশনার জেরেমি ব্রুআর বিদ্যালয়ের কমিটি ও অভিভাবকদের সাথে কথা বলে জানান, ‘দুই দেশের সাথে গভীর সম্পর্ক রয়েছে, ৫০ বছর যাবৎ আমরা এই দেশে কাজ করছি এবং ব্র্যাকের সাথে আরো ৫০ বছর কাজের সম্ভাবনা আমাদের রয়েছে। পুরো বিশ্বের মানুষ আমরা একসাথে বাচঁতে চাই।’ সোমবার ২৩ মে দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয় পরিদর্শনে এসে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুআর উপরোক্ত কথাগুলো বলেন। তখন সাথে পরিদর্শনে আসেন তাঁর স্ত্রী ক্যাথিন ও হাইকমিশনের কর্মকর্তাগণ এবং ব্র্যাকের জেলা ও প্রধান কার্যালয়ের পদস্থ কর্মকর্তাগণ। বিদ্যালয়ের পক্ষ থেকে হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য শেখ ফয়সল আহমদ, বিদ্যালয় প্রধান রীনা তানজিম মৃধা এবং স্থানীয় ওয়ার্ড মেম্বার নুরুল আমিন। এবং বিদ্যালয়ে পক্ষ থেকে নব নির্বাচিত অস্ট্রিয়ার প্রেসিডেন্ট’কে অভিনন্দন জানান শেখ ফয়সল আহমদ।
মন্তব্য করুন