দক্ষিণবঙ্গে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক বদরুল হককে সম্মাননা
বিশেষ প্রতিনিধি॥ ৫ দিনের সফরে দক্ষিণবঙ্গে গেলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, কুলাউড়া উপজেলার কৃতি সন্তান কাজী এ কে এম বদরুল হক।
শনিবার ৬ জুলাই তিনি দক্ষিণভঙ্গের ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, চিতলমারী, মোংলা, টুঙ্গিপাড়া, ভাঙ্গা, নগরকান্দা, শিবচর সফর করে জেলা ও উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় বিভিন্ন জেলা কাজী সমিতি ও উপজেলা কাজী সমিতির পক্ষ থেকে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সফরকালে বাগেরহাট জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা নাজিম উদ্দিনের নেতৃত্বে চিতলমারী কাজী সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন, মোংলা কাজী সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ অন্যান্য কাজীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গোপালগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মুফতি তানভীর হোসেনের নেতৃত্বে গোপালগঞ্জ সদর উপজেলা কাজী সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউজ্জামান, টুঙ্গিপাড়া কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা জালাল উদ্দিনসহ অন্যান্য কাজীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
ফরিদপুর জেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ ইসহাকের নেতৃত্বে সমিতির সহ-সভাপতি মাওলানা মোঃ ইব্রাহিম মিয়া, ভাঙ্গা উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ বিল্লাল হোসেন, নগরকান্দা উপজেলা কাজী সমিতির সভাপতি মাওলানা মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হায়দার হোসেনসহ অন্যান্য কাজীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
মাদারীপুর জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা মোঃ শাহ আলম তালুকদারের নেতৃত্বে শিবচর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী শফিক শিকদার, সহ-সভাপতি মাওলানা কাজী মোঃ মনিরুজ্জামান, কাজী মোঃ আব্দুস সালাম ও কাজী মোঃ কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস ছোবাহান, কোষাধ্যক্ষ কাজী আবুল হোসেন, সদস্য মোঃ মোবারক হোসেন, মাওলানা ইনসান উদ্দীন, কাজী মাওলানা বিএম শফিকুল ইসলামসহ অন্যান্য কাজীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা একেএম বদরুল হকের সাথে থাকা সফরসঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, সিলেট জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল খান, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম, কুলাউড়া কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মো: আব্দুল মনাফ প্রমুখ
মন্তব্য করুন