দলীয় মনোনয়ন প্রত্যাশায় মৌলভীবাজারের ৪ উপজেলা চেয়াম্যান

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয় ফরম সংগ্রহ করলেন মৌলভীবাজার জেলার ৪ উপজেলা চেয়ারম্যান। এদের মধ্যে ৩জনই হলেন আওয়ামীলীগের আর একজন হলেন বিএনপির।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান মিজান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামীলীগ নেতা রণধীর কুমার ধর, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আ,স,ম কামরুল ইসলাম। মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের হয়ে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করেছেন আ,স,ম কামরুল ইসলাম। মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসনের জন্য ভিপি মিজানুর রহমান মিজান। মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার ধর। তারা ৪ জনই নিজ দল থেকে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন।
মন্তব্য করুন