দলের অংশ গ্রহনে কুলাউড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

December 7, 2016,

কুলাউড়া অফিস॥  কুলাউড়ায় শুাং হয়েছে প্রিমিয়ার ক্রিকেট লীগ। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে
৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টায় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নিবআহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহসিনা বেগম। কুলাউড়া নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক সিপার উদ্দিন আহমদ, যুগ্ম সম্পাদক মোঃ আব্দুস ছালাম ও কাবুল পাল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফয়জুল হক লিটন, সদস্য সচিব এহসান আহমদ টিপু, টুর্নামেন্টের পৃষ্টপোষক কাতার প্রবাসী এপেক্সিয়ান ছালেহ আহমদ। টুর্নামেন্ট ১৪টি ড়ুংপে ৫৬টি দল অংশ নিচ্ছে। কুলাউড়া উপজেলার ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ক্রিকেট দল অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জগন্নাতপুর  যুব সংঘ ও চতুরঙ্গ যুব সংঘ সাদেকপুর।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com