দি ফ্লাওয়ার্স কেজি স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

September 16, 2023,

সালেহ আহমদ (লিপক) মৌলভীবাজার শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুলের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৬ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে, পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুলের শিক্ষক প্রদীপ চন্দ্র নাহা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক এবং সাংবাদিকবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমেদ এমপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে।

শিক্ষার আলো প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে।’ পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল, সিলেট বিভাগে শ্রেষ্ঠ শিক্ষক (মাধ্যমিক) হাইস্কুলের জীববিজ্ঞান শিক্ষক রোকসানা আক্তার এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নুসরাত খানম নওশীন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সিলেট বিভাগ পর্যায়ে আয়োজিত সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়ে চলতি বছরের ২৯ মে।

দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাইস্কুল মোট ৮টি ইভেন্টে বিজয়ী হয়। স্কুলটি গতবছরও সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (মাধ্যমিক) হিসেবে বিজয়ী হয়েছিল। এছাড়াও চলতি বছর এসএসসি পরীক্ষায় ৪১জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com