দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

April 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ একুশে পদকপ্রাপ্ত বরেণ্য লোকশিল্পী বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
৭ এপ্রিল বুধবার এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, দেশবরেণ্য লোকসংগীত শিল্পী ও গবেষক ইন্দ্রমোহন বাজবংশী দেশের সাংস্কৃতিক অঙ্গনে এক বিশেষ স্থান দখল করে ছিলেন। লোকগানের বিকাশে অনন্যসাধারণ অবদান রাখায় তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী ইন্দ্রমোহন রাজবংশীর জাগরণের গান বীর মুক্তিযোদ্ধাদের উৎসাহ যোগাত।
পরিবেশমন্ত্রী, ইন্দ্রমোহন রাজবংশীর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, লোকগানের বরেণ্য শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ৭ এপ্রিল সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com