দেশীয় তৈরী চোলাই মদসহ কুলাউড়ায় নারী-পুরুষসহ ২ জন গ্রেফতার
January 28, 2023,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া দেশীয় তৈরী চোলাইমদসহ নারী-পুরুষসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ২৮ জানুয়ারি তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রজনী বাশপর (৪৭) ও মোঃ আলী।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে শনিবার পুলিশ উপপরিদর্শক (এসআই) মোঃ নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে পৌরসভার আলালপুর সাকিনের “শুভ স্টোর” দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের হেফাজত থেক ১০০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা নং-২১, রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন