দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা’র শ্রীমঙ্গল প্রেসক্লাবে মতবিনিময়

February 22, 2021,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতীয় দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা কে শ্রীমঙ্গল প্রেসক্লাব এর পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
২২ ফেব্রুয়ারী রবিবার সন্ধা ৮ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ক্লাবের সহসভাপতি দিপস্কর ভট্টাচার্য্য লিটন,সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, এটিএন নিউজের জেলা প্রতিনিধি সৈয়দ মহসিন পারভেজ, আমার সংবাদ মৌলভীবাজার প্রতিনিধি মো: মাহবুবর রহমান রাহেল, সিলেটের হালচাল প্রতিনিধি মিজানুর রহমান আলম, আমার সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক, দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি শামসুল ইসলাম শামীম, দৈনিক করতোয়ার প্রতিনিধি নূর মোহাম্মদ সাগর, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি সুমন মিয়া, ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি রূপক দত্ত প্রমূখ।
পরে উপস্থিত সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে দৈনিক আমার সংবাদ সম্পাদক হাশেম রেজা বর্তমান সময়ে পত্রিকার বিজ্ঞাপন এবং সার্কুলেশ নিয়ে বক্তব্য রাখেন। এসময় তিনি কিছু কিছু পত্রিকার সম্পাদক ও মালিকদের সমালোচনা করে বলেন, জেলা উপজেলা বা মফস্বল প্রতিনিধিদের বেতন ও কমিশন তারা সময় মতো পরিশোধ করেন না। সংবাদকর্মী ও পত্রিকা কে টিকিয়ে রাখা জন্য তিনিসহ তার পরিষদ প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অপেক্ষায় আছেন। তারা খুব শিঘ্রই প্রধানমন্ত্রীর সাথে দেখা করে পত্রিকার দুরাবস্থার কথা জানাবেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com