ধলাই নদীর বাঁকে

October 26, 2020,

শামীমা এম রিতু
মনটা আবার যেতে চায়
ধলাই নদীর তীরে
হাঁটতে চাই খালি পায়ে
নিটোল বালুচরে।
যেথায় আছে শৈশব কৈশোর
সোনারঙা দিন
মনিমালা গরলজলে
সেথায় আছে বিলীন।
আভখ খেতের পাখির ডাকে
আকুল হওয়া হৃদয়
নীল আকাশে গাঙচিলের দল
নীরব ধারা বয়।
চোখে ভাসে সেই দিগন্ত
সবুজ সমাহার
কোথায় গেল ধলাই নদীর
রূপের বাহার।
টলমল নদীর দান
সোনাফলা মাটি
ফল ফসলে ভরা ছিলো
সাঁজিয়ে পরিপাটী।
আবার আমি ঘুরতে চাই
ধলাই নদীর বাঁকে
রূপালী সময় আমায়
দুহাত নেড়ে ডাকে।
(জনাব উমেদ আলী ভাইয়ের কাছে আসম সালেহ সোহেল ভাইয়ের রেফারেন্সে প্রেরিত) আন্তরিক ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com