নকল নবিশদের কঠোর আন্দোলনের হুসিয়ারী
April 18, 2016,
মাহবুবুর রহমান রাহেল॥ চাকরী জাতীয়করণ ও ১২ মাসের বকেয়া পারিশ্রমীমক পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নকল নবিশ এসোসিয়েশন মৌলভীবাজার জেলা কমিটি। রোববার ১৭ এপ্রিল দুপুরে ঘন্টাব্যাপি শহরের সাবরেজিস্ট্রি অফিস সম্মুখে এ কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি ফরহাদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আশিকুর রহমান, লয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিমল বসু প্রমুখ। এ সময় বক্তরা বলেন, দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তারা পারিশ্রমিক পাচ্ছেন না। যে কারনে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। নকলনবিশরা হুসিয়ারী উচ্চারণ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মন্তব্য করুন