নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষায় প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে।——-শিক্ষামন্ত্রী

June 11, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনকোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছে। একটি যুগোপযুগী শিক্ষানীতি প্রণয়ন করে বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষাকে একটা শৃংখলায় নিয়ে এসেছি। শুধু জ্ঞান অর্জন করলেই হবে না। নতুন প্রজন্মকে আধুনিক বিশ্বমানের শিক্ষায় প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। দেশ থেকে দারিদ্র, নিরক্ষরতা দুর করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। এবার প্রথম ৫টি নৃ-গোষ্ঠীর ভাষায় রচিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ১১ জুন রোববার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে অবস্থিত বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সুজিত কুমার সিংহের সভাপতিত্বে ও টিভি উপস্থাপিকা লাবন্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।বিশেষ অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ,কে, এম গোলাম কিবরিয়া, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, এলজিইডি’র সিসিটিএফ এর প্রকল্প পরিচালক কাজী মিজানুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিন্হা উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি আরো বলেন, এতদঅঞ্চলে মণিপুরী, চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষৃদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে। পশ্চাদপদ এ অঞ্চলে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজ হবে আলোর দিশারী। এখানে প্রধান বিচারপতির সম্মানার্থে একসাথে দুটি ধাপের স্বীকৃতি দিব। অচিরেই বহুতল বিশিষ্ট নতুন ভবন নির্মিত হবে।
ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা ভারতীয় অর্থায়নে ক্রয়কৃত বেশ কিছু পাঠ্যপুস্তক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষের কাছে প্রদান করেন। তিনি এলাকার উন্নয়নে প্রধান বিচারপতির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে কমলগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে ঝরে পড়া রোধ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ৬ লক্ষ টাকা ব্যয়ে দুরবর্তী গ্রামের ৮০ জন স্কুলগামী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এদিকে রোববার  সন্ধ্যার পর অতিথিদের সম্মানার্থে মাধবপুর শিববাজারস্থ মনিপুরি ললিতকলা একাডেমীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com