নদীতে মাছ ধরা হলো না ছোট্ট লিমনের!

September 27, 2021,

স্টাফ রিপোর্টার॥ জুড়ী উপজেলায় নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মনতৈল গ্রামের আব্দুস সালামের সাত বছরের পুত্র লিমন আহমেদ। সে স্থানীয় কেবি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। রবিবার ২৬ সেপ্টেম্বর রাত ৯ টা ৩০ মিনিটে জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু লিমন দুপুরে উপজেলার জুড়ী নদীর রাণী মুড়া অংশে ফুফুর সাথে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে ফুফুর কাছ থেকে সরে গিয়ে নদীর অন্য অংশে চলে যায়। একপর্যায়ে শিশুটির ফুফু লিমন বাড়ীতে চলে গেছে মনে করে তিনিও বাড়ীতে ফিরে আসেন। কিন্তু বাড়ীতে এসে তাকে না পেয়ে সবাই মিলে খোঁজাখুঁজি সহ এলাকায় মাইকিং করতে থাকে। নদীতে ডুবে মৃত্যু হতে পারে এমন সন্দেহে এলাকার হারিছ মিয়া , শাহালম, মামুন, আলামিন ও কয়েছসহ কয়েকজন মিলে নদীতে খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত আনুমানিক ৯.৩০মিনিটের সময় জুড়ী নদীর রানীমুড়া অংশ থেকে তারা শিশুটির লাশ উদ্ধার করে।
নদীর পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com