নব বারতা

September 15, 2022,

শারদ গগনে মেঘের ভেলায়
শুভ্রতার আভা ছেয়ে যায়,
প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে
শরতের আগমনী গান গায় ।
শারদ অনিলে শিউলির গন্ধে
স্নিগ্ধতায় ভরে প্রাণ-মন,
হাওয়ায় দুলে নর্তন করে
যেনো স্বচ্ছ- শ্বেত কাশবন ।
বিলের জলে তারকার মতো
প্রস্ফুটিত হয় চারু কমল,
গাছে ফলে আমলকি-জলপাই
আর কতোনা বাহারি ফল ।
প্রকৃতির সাজে স্বীয় চিত্ত
জেগে উঠে অনন্য অভিলাষে,
যেমন করে নবচেতন জাগে
শরতের শিশির ভেজা ঘাসে।
শরতের বিচরণে হৃদয় তব
হয় সদা আন্দোলিত,
সুরের মূর্ছনা ছড়িয়ে যায়
চারিদিক হয় অনুরণিত।
প্রাণ ও প্রকৃতির একাত্মতায়
নিপাত যাক সকল কলুষতা,
ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন
নিয়ে আসুক নব বারতা।
কবি-অনিতা দেব

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com