নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহে ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা সভা

November 14, 2020,

স্টাফ রিপোর্টার॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা ও জাগরণ সৃষ্টিতে মৌলভীবাজার জেলা প্রশাসন ধর্মীয় প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ নভেম্বর সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০ এর পঞ্চম দিনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসন সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। সমাজে নৈতিকতা, মূল্যবোধ ও সদাচার বিস্তারে বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর মর্যাদা, অধিকার ও ভূমিকা সম্পর্কে সমাজের সকলকে সচেতন করতে জেলা প্রশাসক সকল ধর্মীয় প্রতিনিধিদেরকে অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com