নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০ শুভ উদ্বোধন
November 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি নিয়ে প্রতিরোধ সপ্তাহ ২০২০ এর শুভ উদ্বোধন হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজিত “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০” এর অনলাইন প্লাটফর্মে সংযুক্ত থেকে শুভ উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান।
জেলা প্রশাসক বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসন ১০-১৬ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করতে যাচ্ছে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিদিন রাত ৮ ঘটিকায় জনসচেতনতা ও জাগরণ সৃষ্টিতে অনলাইন প্ল্যাটফর্মে থাকবে সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা অনুষ্ঠান।
মন্তব্য করুন