নারী উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে নিতে হবে ………ড.আনোয়ারা আলী

August 2, 2016,

লন্ডন প্রতিনিধি॥ লন্ডন বো ওয়েস্টের সাবেক কাউন্সিলর ও চ্যানেল আই ইউরোপ এর পরিচালক ড. আনোয়ারা আলী বলেছেন, নারী উন্নয়ন না হলে দেশের উন্নয়ন সম্ভব না। দেশকে এগিয়ে নিতে হলে নারীদেরও এগিয়ে নিতে হবে। সমাজের অপরিহার্য অংশ হলো নারী ও শিশু। তাদের উন্নয়নের বাইরে রেখে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন সম্ভব না। কাজেই সকলে মিলে নারী ওশিশুদের শিক্ষা ও স্বাস্থের উন্নয়নে কাজ করতে হবে। তিনি সোমবার বিকেলে সুনামপুর-ইসলামপুর সমাজ কল্যান সংস্থা কতৃক আয়োজিত সংবধনা অনুষ্টানে সংবর্ধদিত অতিথির বক্তব্য এসব কথাগুলো বলেন।
মহানগর মহিলা যুবলীগ এর সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন আল এমদাদ ডিগ্রি কলেজর গভনিং বডি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মনজুর আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এমদাদ রহমান , সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও চ্যানেল আই ইউরোপ এর সিলেট প্রতিনিধি ফয়সল আহমদ মুন্না ও ৬ নং ঢাকা দক্ষিন ইউপি সদস্য মাওলানা আব্দুল করিম কাসিমী।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com