নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্বপ্রত্যয়ী করে তোলা বিষয়ক কর্মশালা

November 10, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে নারী শিক্ষা অব্যাহত ও নারীকে আত্বপ্রত্যয়ী করে তোলা বিষয়ে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হল প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

,জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব)এ,বি.এম,জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট এর সহকারি পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড.মো.ফজলুল আলী, ,মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো.আজিজুর রহমান। রিসোর্সপারসন ছিলেন জেলা মহিলা বিষযক কর্মকর্তা শায়েদা আক্তার,সহকারী বিদ্যালয় পরিদর্শক মুহিবুল হাসান,ব্র্যাক কর্মকর্তা তারেক আজিজ। কর্মশালায় বিভিন্ন উপজেলার  স্কুল কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপারগন জেলা ও উপজেলার শিক্ষা কর্মকতাগন,শির্ক্ষাথীবৃন্দ এনজি ও প্রতিনিধি ও সাংবাদিকগন অংশ গ্রহন করেন। বক্তারা অব্যাহত নারী শিক্ষা ও নারীকে আত্বপ্রত্যয়ী করে তোলা করণীয় বিষয়ে বিভিন্ন দিক আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com