নাসির উদ্দিন আহমেদ মিঠু’র করোনা পজেটিভ : সুস্থতা কামনায় দোয়া মাহফিল

জুড়ী প্রতিনিধি॥ করোনাভাইরাস আক্রান্ত মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি ও বিগত নির্বাচনে মৌলভীবাজার -১ আসনে বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ সেপ্টেম্বর সকালে নিউ বাড়ী জুড়ীতে পবিত্র কোরআন খতম ও পরে জুম্মার নামাজ শেষে ভবানীগঞ্জ বাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান আইনুল হক মিনু সহ বিএনপি’র সকল অংঙ্গ সংঘঠনের নেতা কর্মী।
এছাড়াও একি সময় উপজেলার সকল মসজিদে মসজিদে মোনাজাতে নাসির উদ্দিন আহমেদ মিঠু বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
উলেখ্য যে ৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় করোনা নমুনা জমা দিলে বিকেলে পজিটিভ ধরা পড়ে। বর্তমানে পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় চিকিৎসা দিন আছেন।
মন্তব্য করুন