নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ৩ মামলা

August 16, 2018,

আশরাফ আলী॥ মৌলভীবাজারে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গাড়ি ভাংচুর, ইট-পাটকেল নিক্ষেপ, নাশকতার উদ্দ্যেশে জড়ো হয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে ৩টি মামলা দায়ের করেছে।
মামলা তিনটি মৌলভীবাজার শহরের চৌমূহনা এলাকায় এস আই নুর উদ্দিন বাদী গত ১২ আগষ্ট ১২০ থেকে ১৩০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১২)। ওই দিন সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় এস আই মালিক বাদী ১১০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং-১৩)। একই দিন সদর উপজেলার শেরপুর এলাকায় এস আই সেলিম বাদী হয়ে ১৪০ থেকে ১৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং-১৪)।
এর আগে ৪ আগষ্ট শনিবার সকাল ১১টা থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিছিল সহকারে জড়ো হয়ে ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি ¯ে¬াগান দিয়ে শহরের চৌমুহনা এলাকায় জড়ো হতে থাকে। নিরাপদ সড়ক চাই-এর দাবীতে চৌমূহনা চত্বরে পে¬কার্ড, পেস্টুন নিয়ে গোল হয়ে বসে থেকে মিছিল বিক্ষিপ্ত মিছিল দিতে থাকে তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com