নিসচা’ বড়লেখা উপজেলা শাখা দ্বিতীয় বারের মতো দেশ সেরা সংগঠনে ভূষিত
আব্দুর রব॥ জাতীয় সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ বড়লেখা উপজেলা শাখা দ্বিতীয় বারের মতো দেশ সেরা সংগঠনে ভূষিত হয়েছে। শনিবার রাজধানী ঢাকার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত নিসচা’র ১০ম জাতীয় মহাসমাবেশ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই ঘোষণা দেন। সারা দেশের ১২১ শাখার মধ্যে দ্বিতীয় বারের মতো উপজেলা পর্যায়ে দেশ সেরা সংগঠনের সম্মাননা স্মারক অর্জন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখা।
নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, ভিসতা ইলেক্ট্রনিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, আমেরিকান ওয়েলনেস’র পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ। দ্বিতীয় বারের মতো দেশ সেরা সংগঠন নির্বাচিত হওয়ায় অতিথিবৃন্দ নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম প্রমুখের হাতে সম্মাননা স্মারক তোলে দেন।
সারা দেশের ১২১ টি শাখার মধ্যে উপজেলা পর্যায়ে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক-মানবিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখাকে দেশ সেরা সংগঠনে ভূষিত করা হয়।
এর আগে ২০২২ সালে সড়ক দুর্ঘটনা রোধে বিশেষ অবদানের জন্য প্রথমবারের মতো দেশ সেরা সংগঠনের মর্যাদা লাভ করে নিচসা বড়লেখা উপজেলা শাখা। ওই বছরের ৫ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির হাত থেকে দেশ সেরা সংগঠনে ভূষিত হওয়ার সম্মাননা স্মারক গ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতিসহ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন