ন্যাশণাল লাইফ ইনস্যুরেন্স কোম্পনী গ্রাহকের মধ্যে ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ন্যাশণাল লাইফ ইনস্যুরেন্স কোম্পনী লিঃ এর দিন ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালা ও ২ কোটি ৭৫ লক্ষ টাকার দাবী পরিশোধ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর পৌর কমিউনিটি সেন্টারে ন্যাশণাল লাইফ ইনস্যুরেন্স কোম্পনী লিঃ এরিয়া প্রধান (বি-বাড়িয়া ১,২) এর ডিপুটি ভাইস প্রেসিডেন্ট মফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পনীর মুখ্য নির্বহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ এনামুল হক ই,ভি,পি বিভাগীয় প্রধান একচ্যুয়ারিয়াল ও সংস্থাপন, মোঃ জাফর আহমদ (ডিপুটি ভাইস প্রেসিডেন্ট) এরিয়া প্রধান সিলেট, মোঃ মাহবুব নুরুজ্জামান লিটন (এ,ভি.পি এজেন্সী ও প্রশিক্ষন বিভাগ), নির্মলেন্দু বাড়ই এ,ভি,পি বিয়ানীবাজার এরিয়া প্রধান, মোঃ নুরুল আলম পাটোয়ারী এ,ভি,পি এরিয়া প্রধান জনবীমা সিলেট।
প্রধান অতিথির বত্তব্যে কোম্পনীর উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষফ তুলে ধরেন। তিনি কোম্পনীর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে প্রধান অতিথি বীমা দাবীর ২ কোটি ৭৫ লক্ষ টাকার চেক বীমা গ্রাহকের নমিনীদের হাতে তুলে দেন।
উক্ত কর্মশালায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মৌলভীবাজার জোনের জোনাল ম্যানেজার আবুল খায়ের মজুমদার।
মন্তব্য করুন