পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক সিকান্দর আলী আর নেই
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ধূপাটিলা নিবাসী পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক সিকান্দর আলী (৮০) গত রোববার (১২ মে) বেলা ২.২০ মিনিটের সময় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য রোগে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম সিকান্দর আলী জানাযার নামাজ ১৩ মে সোমবার দুপুর ২.৩০মিনিটে শ্রীসুর্য্য রথের টিলা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ পারিবারীক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সিকান্দর আলীর মৃত্যুতে গভীর শোক করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি. কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য কমরেড সিকান্দর আলীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন