পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের-এ সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহী (রঃ) দরগা শরীফ এর উদ্যাগে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনাসভা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর বুধবার সকালে বর্ণাঢ্য র্যালীটি দরগা প্রাঙ্গন থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- পৌর মেয়র ফজলুর রহমান, সিনিয়র আইনজীবি ও কলামিষ্ট এডভোকেট মুজিবুর রহমান মুজিব, হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগা শরীফের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, জাতীয়পার্টির অন্যতম নেতা সৈয়দ শাহবুদ্দিন আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, সৈয়দ নওশাদ আহমদ খোকন, সিনিয়র আইনজীবি হাবিবুর রহমান মুকুল, ফজলূল আলম চৌধুরী, ১১নং মোস্তফাপুর ইউপি সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ ও দরগা শরীফের ইমাম আলহাজ্ব মীর্জা শামীশ আহমদসহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য লোকজন।
মন্তব্য করুন