পরিবেশ রক্ষার তামান্নার বৃক্ষ রোপন অব্যাহত
August 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ পরিবেশ রক্ষার কলেজ ছাত্রী তামান্নার বৃক্ষ রোপন অব্যাহত রয়েছে। সম্প্রতি আলোর দিশারী পাঠাগার ও হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর কর্ণধার তামান্না রহমান রাজনগরে বৃক্ষ রোপন করেন।
তামান্না জানান, বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ করা যেমন জরুরি তেমনি তার পরিচর্যা করে বড় করে তোলা আরও বেশি জরুরি। গত কয়েক বছরে থেকে বেশ কিছু বৃক্ষের চারা রোপন করেছেন এবং এর দেখবাল করে যাচ্ছেন। তাই যারা গাছ রোপন করবেন তারা অবশ্যই সেই গাছের যত্ন নিতে হবে।
এছাড়াও তিনি হিমু পরিবহণ রাজনগর কাউন্টার এর সভাপতি এবং আলোর দিশারী পাঠাগারে প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তামান্নার প্রত্যাশা বৃক্ষ রোপনের মত ক্ষুদ্র প্রচেষ্টা এক সময় পরিবেশ রক্ষার সহায়ক হবে।
মন্তব্য করুন