পারিবারিক বিরোধ মীমাংসার সুযোগে চার বছর ধর্ষণ : আ’লীগ নেতার কবল থেকে পালিয়ে বড়লেখার তরুণী ঢাকায়

May 23, 2017,

বিশেষ প্রতিনিধি॥ স্বামীর সংসার ছাড়িয়েছেন। অতপর বিয়ের ভুয়া কাগজপত্র দিয়ে চার বছর রক্ষিতা করে রেখেছেন। যখনই এর প্রতিবাদ করতে গিয়েছেন এবং স্বামীর অধিকার দাবি করেছেন তখনই নেমে এসেছে নির্মম নির্যাতন। ভয় দেখিয়েছেন পুরো পরিবারকে হত্যা করার। এর মধ্যে অন্তঃসত্ত্বা হয়েছেন কয়েকবার। কিন্তু প্রতিবারই গর্ভপাত ঘটাতে বাধ্য করেছেন। সর্বশেষ আবারও অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভের সন্তানটি নষ্ট করতে আবারও চাপ দেয়া হয়। না করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায় কয়েকগুণ। গিয়েছিলেন থানায়। কিন্তু থানা কোনো সহযোগিতা করেনি। পরে আদালতে গিয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এরপর জীবন নিয়ে টানাটানি। জীবন বাঁচাতে বড়লেখা থেকে ওই তরুণী পালিয়ে ঢাকায় এসেছেন।
এভাবেই চার বছর ধরে তার উপর নির্যাতন করে আসছিলেন বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ নেতা আজির উদ্দিন (৫১)। নির্যাতিতা ওই তরুণীর বয়স আজির উদ্দিনের অর্ধেকেরও কম। একই ইউনিয়নের বাসিন্দা ওই তরুণী। ছয় বছর আগে স্থানীয় এক মধ্যপাচ্য প্রবাসী ব্যক্তির সাথে তার বিয়ে হয়েছিলো। বিয়ের পর দুই পরিবারের মধ্যে সামান্য কলহ হয়। যে কলহের মীমাংসার জন্য দুই পরিবারের সদস্যরাই দ্বারস্থ হয়েছিলেন আওয়ামীলীগ নেতা আজির উদ্দিনের। সেখানেই আজির উদ্দিনের চোঁখ পড়ে ওই তরুণীর উপর। সে থেকেই আজির উদ্দিন নানা কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই তরুণীকে। একপর্যায়ে তরুণীর স্বামীকে বাধ্য করেন তালাক দিতে আজির উদ্দিন। ওই সময় তরুণীর কোলে ১৫ মাসের একটি কন্যা সন্তান ছিলো। যার বর্তমান বয়স প্রায় পাঁচ বছর।
স্বামী তালাক দেয়ার পর তরুণী গিয়ে তার পিতার বাড়িতে আশ্রয় নেন। স্বামীকে তালাক দিতে বাধ্য করার পরই তরুণীকে জিম্মী করেন আজির উদ্দিন। ভয়ভীতি দেখিয়ে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ করেন আজির উদ্দিন। একপর্যায়ে আজির উদ্দিন একটি ভুয়া বিয়ের কাগজ তৈরি করে তা তরুণীর হাতে ধরিয়ে দেন। এর মধ্যে কয়েকবার গর্ভধারণ করেন ওই তরুণী। কিন্তু প্রতিবারই গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত তরুণী বুঝতে পারেন, তাকে যে কাগজটি দেয়া হয়েছে তা সঠিক নয়। খোঁজ-খবর নিয়ে তার প্রমাণ মেলে। কিন্তু আজির উদ্দিনের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাননি। আজির উদ্দিন হুমকি দিয়েছিলেন এ নিয়ে কথা বললে তার মেয়েসহ পরিবারের সবাইকে মেরে ফেলা হবে। পুরো পরিবারের ক্ষতির কথা চিন্তা করে আজির উদ্দিনের অত্যাচার দিনের পর দিন সহ্য করে গেছেন ওই তরুণী।
নির্যাতিতা তরুণী জানান, আবারও তিনি গর্ভবতী হয়ে পড়েছেন। বর্তমানে গর্ভের সন্তানের বয়স ২২ সপ্তাহ। এই সন্তানটিও পেটে আসার পর আজির উদ্দিন তা নষ্ট করার জন্য চাপ দিয়ে আসছেন। কিন্তু এবার তিনি সন্তান নষ্ট করেননি। এতে তার উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। অত্যাচার সহ্য করতে না পেরে কৌশলে ১৫ মে তিনি বড়লেখা থানায় যান। কিন্তু বড়লেখা পুলিশ আজির উদ্দিনের নাম শুনে মামলা নিতে অপারগতা প্রকাশ করে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে তিনি এক আইনজীবির মাধ্যমে আদালতে যান। আদালতে একটি অভিযোগ দিয়েছেন তিনি। তরুণী বলেন, আদালতে অভিযোগ দেয়ার কথা শুনে আজির উদ্দিন এবং তার সাঙ্গপাঙ্গরা উন্মাদ হয়ে গেছেন। তারা তাকে হত্যার জন্য খুঁজছেন। তিনি বলেন, মেয়েটিকে নিয়ে কোনোভাবে পালিয়ে তিনি ঢাকায় এসেছেন।
স্থানীয় সূত্র জানায়, আজির উদ্দিন শুধু ওই তরুণীরই নয়, অনেকের জীবন এভাবে নষ্ট করে দিয়েছেন। অনেকের পরিবার শেষ হয়ে গেছে। কাশেম নগরের এক তরুণীকে বছরখানেক আগে তিনি কুপ্রস্তাব দেন। তাতে রাজি না হওয়ায় ওই তরুণীকে বাড়ির মধ্যে প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা করেন। বাড়ির লোকজন বাঁধা দিলে সে সময় চলে যান চেয়ারম্যান। দেড়মাস আগে চেয়ারম্যান তার বাড়িতে ঢুকে রাতের বেলায় আবারও ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা চালান। বাড়ির লোকজন এবারও বাঁধা দেন। তার স্বামীকে চাপ দেয়া হচ্ছে তিনি যাতে স্ত্রীকে তালাক দেন। ওই তরুণী বলেন, তার সংসার ভাঙার চেষ্টা করছেন চেয়ারম্যান। চেয়ারম্যানের কথা না শোনায় তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ছয়টি মামলা দিয়েছেন। এখন তার পুরো পরিবার দিশেহারা।
এদিকে ঘটনার ব্যাপারে আজির উদ্দিনের মোবাইল নম্বরে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মামলা না নেয়া এবং ওই তরুণীকে নিরাপত্তা না দেয়ার কারণ সম্পর্কে জানতে বড়লেখা থানার ওসির মোবাইলে ফোন দেয়া হয়েছিলো। তিনিও ফোন ধরেননি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com