পিস্তল সাদৃশ্য অস্ত্র দিয়ে গুলির অভিযোগ, বড়লেখায় ভূমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪

May 26, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় মৌরসি ভূমি নিয়ে বিরোধের জেরে পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৪ জন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (২৬ মে) দুপুরে বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের জামকান্দি গ্রামে এই ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছেন- ঘোলষা গ্রামের শিপন আহমদ (৩২), তার ভাতিজা নায়েব আহমদ (১৮), মুক্তাদির হক মুন্না (২৮) এবং অপর পক্ষের জামাল উদ্দিন (২৮)।  ঘটনার প্রত্যক্ষর্শী ও পুলিশের সূত্র জানায়, রবিবার দুপুরে জামকা›ি গ্রামের বাড়ির বিরোধপূর্ণ ভূমিতে ভাতিজারে সাথে নিয়ে আগরের চারা রোপন করতে যায় শিপন আহমদ। এসময় চাচাতো ভাইরে সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে শিপন আহমদ পিস্তল সাদৃশ্য অস্ত্র দিয়ে গুলি ছুড়লে জামাল উদ্দিন (২৮) গুরুতর আহত হন। তখন বাড়ির অন্যদের সাথে শিপন, মুন্না ও নায়বের মারামারি হয়। এতে হামলায় গুরুতর আহত হয় শিপন, তার ভাতিজা নায়েব ও মুন্না। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পিস্তল সাদৃশ্য অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পিস্তল সাদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এটি পিস্তল কি-না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা দেননি। মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com