পুলিশি নির্যাতনে রায়হান হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের প্রতিবাদ সমাবেশ

October 14, 2020,

স্টাফ রিপোর্টর॥ সিলেট বন্দর ফাঁড়িতে এস আই আকবরের নেতৃত্বে যুবক রায়হান হত্যার প্রতিবাদে ১৪ অক্টোবর বুধবার  দুপুর ১২ টায় প্রগতিশীল ছাত্র জোট, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ‘প্রতিবাদী সমাবেশ’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সুবিনয় রায় শুভ এর সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহসভাপতি বিশ্বজিৎ নন্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি ও কেন্দ্রীয় সদস্য রেহনোমা রুবাইয়াৎ, ছাত্র ইউনিয়ন জেলা সহসভাপতি সুমন কান্তি দাশ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর প্রমুখ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশ একটা পুলিশি রাষ্ট্রে পরিনত হয়েছে। বিনাবিচারে হত্যা,নির্যাতন, ক্রসফায়ার যেন নিত্যদিনের রুটিন হয়ে দাড়িয়েছে। এক দিকে দেশ ধর্ষণের মহারাজ্যে পরিনত হয়েছে, আর ওপর দিকে ধর্ষনরোধে গড়ে ওঠা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে একদল মানুষ উঠে পড়ে লাগছে। মহামারী ধর্ষণ রোধে চাই রাষ্ট্রীয় যথাযথ উদ্যোগ। পাশাপাশি পুলিশি রাষ্ট্র নয় সাধারণের রাষ্ট্র কায়েমের জন্য রাষ্ট্রীয় পরিকল্পনা গ্রহণ করা দরকার। একই সাথে সিলেট বন্দর ফাঁড়িতে রায়হান হত্যার সাথে জড়িত এস আই আকবরসহ জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং জনগণের আস্থার স্বচ্ছ বিচার কাঠামো নিশ্চিত করতে হবে।”

 

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com