শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে আটক ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ৩জন ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার হয়েছে।
সোমবার ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মাহবুবুল আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া সড়ক থেকে সিআর ২৬১/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুবেল জালালিয়া সড়ক দক্ষিণের মো. রুশন আলীর ছেলে। এছড়াও শ্রীমঙ্গল থানার অন্য একটি অভিযানে সুরভীপাড়া ও মুসলিমবাগ এলাকা থেকে আরও ২ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা এনজিআর-১২২/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি -দক্ষিণ রামচন্দ্রপুর মুন্সিবাজার, থানা-কমলগঞ্জের আব্দুল মজিদ এর ছেলে এনামুল হক ইমরান (৩৮) ও সিআর-১২৭১/২৪ (সদর) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকার আবুল হোসেন এর ছেলে মো: শাকিল হোসেন ভূইয়া (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন