শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে আটক ৩

September 25, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে ৩জন ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার হয়েছে।

সোমবার ২৩ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই মাহবুবুল আলমসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া সড়ক থেকে সিআর ২৬১/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত আসামি রুবেল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুবেল জালালিয়া সড়ক দক্ষিণের মো. রুশন আলীর ছেলে। এছড়াও শ্রীমঙ্গল থানার অন্য একটি অভিযানে সুরভীপাড়া ও মুসলিমবাগ এলাকা থেকে আরও ২ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা এনজিআর-১২২/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি -দক্ষিণ রামচন্দ্রপুর মুন্সিবাজার, থানা-কমলগঞ্জের আব্দুল মজিদ এর ছেলে এনামুল হক ইমরান (৩৮) ও সিআর-১২৭১/২৪ (সদর) এর ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ এলাকার আবুল হোসেন এর ছেলে মো: শাকিল হোসেন ভূইয়া (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com