পুলিশের বিশেষ অভিযান বড়লেখায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার ৫

November 18, 2021,

আব্দুর রব॥ বড়লেখায় চেক ডিজঅনারের (এনআইঅ্যাক্ট) দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৭ নভেম্বর বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
জানা গেছে, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন ও ওসি (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুল ইসলাম ও আবুল হাসানকে উপজেলার কাঠালতলী, মাছুম আহমদকে রুকনপুর, বদরুল ইসলামকে সোনাতুলা ও আব্দুল কুদ্দুছকে তেলিমেলি এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতার আবুল হাসান দুইটি চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামী।
থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ সাজাপ্রাপ্তসহ ৫ পলাতক আসামীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গ্রেফতার আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com