পুলিশ অ্যাসল্ট মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন বড়লেখার ১০ যুবদল নেতা

January 13, 2022,

আব্দুর রব॥ বড়লেখায় পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত ১০ যুবদল নেতা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। ১১ জানুয়ারী মঙ্গলবার মহামান্য সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. সেলিমের দ্বৈত বেঞ্চ ক্রিমিনাল মিস চ্যালেঞ্জাস কেসের (নং-২০২১) শুনানী শেষে তাদেরকে জামিন প্রদান করেন। জামিনপ্রাপ্তরা হলেন- যুবদল নেতা ফাহিম আহমদ, ইকবাল মিয়া, সুমন আহমদ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, রিপন তাপাদার, ফয়সল আহমদ, সফিক উদ্দিন, কামরুল ইসলাম ও মুজিবুল হক।
২৫ ডিসেম্বর বড়লেখায় পুলিশের ওপর হামলার অভিযোগে উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম শরিফুল ইসলাম বাবলুকে প্রধান আসামি করে থানার এএসআই আবু তালেব বিএনপি ও যুবদলের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলা (মামলা নম্বর-১১) করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com