পুলিশ এ্যাসল্ট মামলায় জামিন পেলেন এম নাসের রহমান

September 6, 2018,

স্টাফ রিপোর্টার॥ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান পুলিশ এ্যাসল্ট মামলায় (জিআর মামলা নং-৭/১৫ সদর) জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে তিনি হাজির হয়ে তার আইনজীবীদের মাধ্যমে (ফৌজধারী বিবিধ মামলা নং ১১১৬/১৮) জামিনের আবেদন করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের তার জামিন আবেদন মঞ্জুর করেন।
১৫ জুলাই ২০১৮ মহামান্য হাইকোর্টের আদেশে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালত মৌলভীবাজারে হাজির হয়ে বিজ্ঞ আদালতের সন্তুষ্টি মোতাবেক তার জামিন নামা দাখিল করেন। ৮ সপ্তাহের মধ্যে বিজ্ঞ জেলা ও দায়েরা জজ আদালতে আত্মসমর্পনের নির্দেশ থাকিলে তিনি বৃহস্পতিবার ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে তার আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করলে জামিন মঞ্জুর হয়।
এ মামলায় নাসের রহমান চার্জশিটভূক্ত ৭ নম্বর আসামী ছিলেন। মামলার চার্জশিটে মোট ১১৭ জন আসামী মধ্যে বেশির সংখ্যক আসামী জামিনে রয়েছেন। আদালতে তার পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সৈয়দ আজিজুর রব চৌধুরী, এ্যাডভোকেট আবেদ রাজা, এ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, এ্যাডভোকেট মিজানুর রহমান, এ্যাডভোকেট গোবিন্দ লাল দাস, এ্যাডভোকেট আনোয়ার আক্তার শিউলী। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট এস এম আজাদুর রহমান। তার হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, জিসাসের সর্বস্থরের নেতৃবৃন্দের উপস্থিত ছিল লক্ষণীয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com