পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ

August 11, 2021,

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে সারাদেশে একযোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
সামাজিক বনায়ন শীর্ষক এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের আইজিপি ও পুনাক উপদেষ্টা ডঃ বেনজীর আহমেদ বিপিএম (বার) পুনাক সভানেত্রী জীশান মীর্জা সহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
১১ আগস্ট বুধবার তারই ধারাবাহিকতায় পুনাক, মৌলভীবাজার কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করে। উক্ত কর্মসূচিতে মৌলভীবাজার জেলা পুনাক এর সদস্যবৃন্দ এবং পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সেখানে উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী জীশান মীর্জা এঁর নেতৃত্বে পুনাক সবসময়ই বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতার অংশ এই বৃক্ষরোপণ কর্মসূচি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com