পুলিশ সদস্য ও ব্যাংক গার্ডের মাঝে ইফতার বিতরণ
May 22, 2020,
তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শহরস্থ বিভিন্ন স্থানের পুলিশ সদস্য ও ব্যাংক গার্ডের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
ইফতার হোক সবার জন্য এই প্রতিপাদ্য নিয়ে বুধবার ২০ মে সামাজিক সংগঠন সহমর্মিতা ফাউন্ডেশনের উদ্যোগে বিকেল ৫ টায় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্য ও ব্যাংক গার্ডের হাতে ইফতার পৌছে দেয় সংগঠনটির মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দরা।
এসব ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সহমর্মিতা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার সভাপতি সাখাওয়াত লিমন, সাধারন স¤পাদক সাব্বির চৌধুরী, সহ স¤পাদক রনি আহমেদ, সাংগঠনিক স¤পাদক মোজাহিদ
আহমেদ, অর্থ স¤পাদক মনসুর আহমেদ দীপু, প্রচার স¤পাদক সাদমান খান রাহীমসহ অন্যান্য সদস্যরা। এসময় পুলিশ সদস্য ও ব্যাংক গার্ড ছাড়াও ভাষমান ফুটপাতের ব্যবসায়ীদের হাতে ইফতার তুলে দেয় তারা।
মন্তব্য করুন