পুলিশ সুপারের সদর মডেল থানা পরিদর্শন

June 30, 2022,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর মডেল থানা পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
বৃহস্পতিবার ৩০ জুন দুপুরে পুলিশ সুপার সদর মডেল থানায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান।
পরে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হকের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার গার্ড অব অনার প্রদান করা হয়।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার সদর মডেল থানার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এসময় তিনি ফোর্সের বাসস্থান ও খাবারের মান, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সদর মডেল থানা পরিদর্শন কালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) এ,বি,এম, মুজাহিদুল ইসলাম পিপিএম ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com