পৌরসভা নির্বাচন: কমলগঞ্জে প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি! চলছে মেয়র প্রার্থীর মিছিল ও পথসভা

January 13, 2021,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ ২য় ধাপে আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থীর পক্ষে প্রচারনায় পিছিয়ে নেই বিএনপি। বিএনপির মেয়র প্রার্থী আবুল হোসেন নির্বাচনী প্রচারণার শেষ সময়ে দীর্ঘ দিনের মনোমালিন্য ভূলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে এক কাতারে মাঠে নেমেছেন অনেকেই।
নির্বাচন কে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মো: আবুল হোসেনের পক্ষে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্চাসেবক দলের সমর্থকরা সোমবার রাত ৭টায় একটি মিছিল ও পথসভা করে। ভানুগাছ বাজার ষ্টেশন রোডস্থ নির্বাচনী কার্যালয়ের সম্মুখ থেকে মিছিলটি বের করে ভানুগাছ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভানুগাছ চৌমুহনী চত্ত্বরে এসে এক পথসভার আয়োজন করা হয়।
পথসভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর সাদেক জামির সঞ্চালনায় বক্তব্য দেন মেয়র প্রার্থী মো: আবুল হোসেন, জেলা বিএনপি’র সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, ওলি আহমেদ, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু, উপজেলা বিএনপি’র নেতা শফিকুল ইসলাম সুফি, রাসেল হাসান বখ্ত, বিএনপি নেতা- সিরাজুল ইসলাম, বিএনপি নেতা খোকন, বিএনপি নেতা- মোস্তাফিজুর রহমান শিবলু, জেলা যুবদলের সহ-সাংগঠনিক গোলাম রব্বানী তৈমুর, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান নোমান, উপজেলা সেচ্ছা সেবক দলের আহবায়ক জমির, উপজেলা ছাত্র দলের আহবায়ক কাজী ফয়সল, সদস্য সচিব- দিনার চৌধুরী প্রমুখ। বক্তারা আগামী ১৬ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো: আবুল হোসেনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে পৌরবাসীকে আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com