পৌরসভা নির্বাচন বড়লেখায় কে হচ্ছেন নৌকার কান্ডারি

আব্দুর রব॥ বড়লেখা পৌরসভা নির্বাচনে মেয়রপদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ৬ আওয়ামী লীগ নেতার ৩ জনই ছিটকে পড়লেন দলের প্রার্থী বাছাই সভায়। অপর ৩ জনের কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে দলীয় নেতাকর্মী, সমর্থক এমনিক সাধারণ ভোটারের মধ্যেও কৌতুহলের শেষ নেই। তবে বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী যে দলীয় মনোনয়ন পাচ্ছেন এমনটা নিশ্চিত তার অনুসারীরা।
প্রথম ধাপের পৌরসভা নির্বাচনের তালিকায় বড়লেখা পৌরসভার নাম থাকায় মেয়রপ্রার্থীদের নির্বাচনী উত্তাপ বেড়ে যায়। দলের তৃণমুল থেকে হাইকমান্ডের সমর্থন আদায়ে তাদের যেন ঘুম হারাম অবস্থা দেখা দিয়েছে। ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পৌর আওয়ামী লীগ বুধবার সন্ধ্যায় পৌরসভা হলরুমে দলীয় মেয়রপ্রার্থী বাছাইয়ের জন্য সভা ডাকে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সভায় পৌরসভা নির্বাচনে মেয়রপদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু, আওয়ামী লীগ নেতা আব্দুন নুর, পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী। দলীয় সিদ্ধান্তে নাম প্রত্যাহার করেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলু ও পৌর কাউন্সিলার জেহিন সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন জানান, মেয়র পদে ৬জন নাম প্রস্তাব করলেও পরে ৩ জন প্রত্যাহার করেন। জেলা আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অপর ৩ জনের নাম কেন্দ্রে পাঠিয়েছে। সেখান থেকেই আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ঘোষণা করা হবে।
মন্তব্য করুন